Site icon Jamuna Television

প্রণোদনা না পেলেও শর্তসাপেক্ষে টাকা পাবেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ফাইল ছবি।

সরকারি প্রণোদণার অর্থে ঋণ না পেলে হতাশ হবার সুযোগ নেই। ব্যাংক থেকে শর্তসাপেক্ষে টাকা পাবেন সব ব্যবসায়ী। এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ (২৩ জানুয়ারি) দুপুরে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে ব্রিফ করেন তিনি।

এ সময়, প্রায় ১১শ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এছাড়া, পদ্মা সেতু সংযোগ সড়ক উন্নয়নে খরচ হবে ১২৪ কোটি টাকা খরচের সিদ্ধান্তও নেয়া হয় বৈঠকে। পাশাপাশি, কচুয়া-কালাইয়া সড়কে ২য় পায়রা সেতু নির্মাণে ৬৪০ কোটি টাকার আরেকটি প্রস্তাব অনুমোদন দেয় কমিটি। উদ্যোগ আসে, আধুনিক ইস্পাত সাইলো নির্মাণে পরামর্শক নিয়োগের উদ্যোগের কথাও জানানো হয় এই বৈঠকে। এতে খরচ হবে ৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, নিয়ম মেনেই বিতরণ করা হচ্ছে করোনা প্রণোদনার অর্থ। তিনি জানান, ভ্যাট ও কর প্রদানে অনিয়ম নিয়ে কয়েকটি জেলার চেম্বার অব কমার্সের অভিযোগ খতিয়ে দেখবে অর্থ মন্ত্রণালয়।

আরও পড়ুন: গতি কমেছে কোভিড প্রণোদনার ঋণ বিতরণে

এম ই/

Exit mobile version