Site icon Jamuna Television

কর্ণাটকে ৬ মুসলিম ছাত্রীকে ক্লাসে ঢুকতে না দেয়ার অভিযোগ

ভারতের কর্ণাটকে হিজাবী ৬ মুসলিম ছাত্রীকে ক্লাসে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চলছে সমালোচনার ঝড়।

কলেজ কর্তৃপক্ষের সুষ্ঠু বিচারের দাবি তুলেছে শিক্ষার্থীদের নানা সংগঠন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এ ঘটনা সাজানো হয়েছে এমন অভিযোগ রাজ্য শিক্ষামন্ত্রীর। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচন মূল টার্গেট।

কলেজ কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানে ৭০ জন মুসলিম শিক্ষার্থী থাকলেও অন্য কারও অভিযোগ নেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ডিসেম্বরে শেষ দিকে স্কুল চালু হলে ৬ মুসলিম শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে ঢোকে। এ সময়, তাদেরকে হিজাব খোলার নির্দেশ দেন শিক্ষক। নির্দেশ না মানায় ক্লাস থেকে বের করে দেয়া হয় ভুক্তভোগীদের।

Exit mobile version