Site icon Jamuna Television

মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, কনস্টেবল গ্রেফতার

মামলার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মুহিবুল্লাহ নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ট্রাফিক কনস্টেবলকে গ্রেফতার করেছে নগরীর পাহাড়তলী পুলিশ।

চলতি মাসের ১৮ তারিখ এই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে।

জানা গেছে, নবী হোসেন নামে এক ব্যক্তি গত ১৬ জানুয়ারি মুহিবুল্লাহর বিরুদ্ধে পাহাড়তলী থানায় চাঁদা দাবির অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, কুমিল্লা থেকে চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে আসছিলেন তিনি। এ সময় গাড়ি থামিয়ে চাঁদা দাবি করা হয়।

Exit mobile version