Site icon Jamuna Television

মাদারীপুরে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে অন্তত ১০ জন।

পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীব সরদারের সাথে আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমানের ছেলে মাথিনুর রহমানের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ছিল। শুক্রবার রাতে যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Exit mobile version