Site icon Jamuna Television

‘ইউনিভার্স বস এখন ঢাকায়’

বিপিএল মাতাতে ক্রিস গেইল এখন ঢাকায়।

বিপিএল মাতাতে এবার ঢাকা এসে পৌঁছালেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। এবারের আসরে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকা এসেই ক্রিস গেইল বলেছেন, ফরচুন বরিশাল, ইউনিভার্স বস এখন ঢাকায়। আমি তোমাদের সাথে যোগ দিতে মুখিয়ে আছি।

আজ (২৩ জানুয়ারি) সকালে ঢাকা পৌঁছেই গেইল করিয়েছেন করোনা টেস্ট। সেখানে নেগেটিভ এলে দলের সাথে যোগ দেবেন ইউনিভার্স বস। সোমবার (২৪ জানুয়ারি) ঢাকার বিপক্ষে ম্যাচ খেলতেও কোনো বাধা নেই এই টি-টোয়েন্টির ফেরিওয়ালার। এবারের আসরে ড্রাফটের আগেই গেইলকে দলে ভিড়িয়েছে বরিশাল। অবশ্য তাকে ছাড়াই এরইমধ্যে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে আসরে শুভসূচনা করেছে বরিশাল। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। বিপিএল খেললেও আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি।

আরও পড়ুন: চট্টগ্রামকে হারিয়ে শুভ সূচনা করলো সাকিবের বরিশাল

প্রথম ম্যাচে জয় পাওয়ায় দলকে অভিনন্দন জানিয়ে গেইল বলেছেন, প্রথম ম্যাচে জয় পাওয়ায় দলকে অভিনন্দন জানাই। সব ঠিক থাকলে সোমবার দেখা হবে মাঠে। আর দারুণ আতিথেয়তার জন্য ধন্যবাদ সকলকে।

আরও পড়ুন: হেড কোচ বাউচারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দক্ষিণ আফ্রিকান বোর্ডের

Exit mobile version