Site icon Jamuna Television

হোল্ডারের বোলিং তোপে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ

হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে গেল উইন্ডিজ। ছবি: সংগৃহীত

জেসন হোল্ডারের বোলিং তোপে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। থ্রি লায়ন্সদের দেয়া ১০৪ রান তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিং-এর অর্ধশতকে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল উইন্ডিজ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। হোল্ডার-কটরেলদের দুর্ধর্ষ বোলিংয়ে দলীয় ৪৯ রানেই পতন ঘটে ৭ উইকেটের। ক্রিস জর্ডানের ২৮ ও আদিল রশিদের ২২ রানে তিন অংকের ঘরে পৌঁছায় সফরকারিরা। ক্যারিবিয়ান বোলার জেসন হোল্ডার মাত্র ৭ রান খরচায় নেন ৪ উইকেট।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ব্র্যান্ডন কিং করেন অপরাজিত ৫২ রান। ওপেনার শাই হোপের ২০ রানের সাথে নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে হার না মানা ২৭ রানের ইনিংস।

আরও পড়ুন: সূচি দেখেই ইংল্যান্ডকে ফাইনালে তুলে দিলেন ভন

Exit mobile version