Site icon Jamuna Television

১৫ টাকা নিয়ে কথা-কাটাকাটি, লাঠির আঘাতে প্রাণ গেল চাল ব্যবসায়ীর

নিহত আবুল কালাম আজাদ। ফাইল ছবি।

পাবনা প্রতিনিধি:

পাবনার বিসিক গেইটে কথা-কাটাকাটির এক পর্যায়ে লাঠির আঘাতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

জানা যায়, রোববার (২৩ জানুয়ারি) সকাল এগারোটার দিকে বিসিকের সামনের গেইটে সানিকদিয়ার গ্রামের ইয়াকুব ও জামরুলের চাউল-গমের দোকানে গম কিনতে যায় আজাদের ছেলে তুর্য্য। ত্রিশ টাকার গম নিয়ে পনেরো টাকা পরে দেবে বলে জানালে তাদের সাথে প্রথমে তুর্য্যের কথাকাটি হয়। এ সময় আজাদ এসে বলে- আমরা পাশাপাশি থাকি, পরে ছেলে এসে দিয়ে যাবে। এ কথা না মেনে শুরু হয় ফের কথাকাটাকাটি।

একপর্যায়ে ইয়াকুব ও জামরুল বাঁশের লাঠি দিয়ে আজাদের মাথার ওপরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকাতে রেফার্ড করেন। ঢাকাতে পৌঁছানোর পরপরই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে মারা যায়।

নিহত আজাদ বিসিকের কাছে নিজ বাড়িতে পরিবারসহ থাকে। তার গ্রামের বাড়ি মালিগাছা ইউনিয়নের খোদায়েরপুর গ্রামে। সে গ্রামটির আফতাব খাঁর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেডআই/

Exit mobile version