Site icon Jamuna Television

বাধ্য হয়ে অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি: শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

ভিরাট কোহলিকে বাধ্য করা হয়েছে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। ওমানে লেজেন্ডস ক্রিকেট খেলতে গিয়ে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয় কোহলিকে। এরপর ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও নিজের নাম সরিয়ে নেন ভিরাট। এ নিয়ে শোয়েব বলেন, কোহলির এখনই অধিনায়কত্ব ছাড়ার সময় হয়নি। কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। সেই সাথে কোহলিকে সামনে ব্যক্তিগত পারফরমেন্সে আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই স্পিডস্টার।

আরও পড়ুন: প্রোটিয়াদের হাতে হোয়াইটওয়াশ ভারত

শোয়েব বলেন, এখন তাকে একটু পরিশ্রম করতে হবে। বিষয়গুলোকে সহজভাবে নিতে হবে এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে হবে। অধিনায়কত্ব সহজ ব্যাপার নয়। অনেক কিছু সামলাতে হয়, অনেক চিন্তা করতে হয়। এখন সে এসবের বাইরে। তাকে শুধু নিশ্চিত করতে হবে যে ক্রিকেট খেলাটা উপভোগ করছে সে। আগামী পাঁচ–ছয় মাস ভালো খেলতে পারলে নেতৃত্ব ছেড়ে দেয়ার ব্যাপারটি নিয়ে সে খুশিই হবে। নিজের ভেতরে যে ক্ষোভ আছে তার, সেটা কোনো মানুষের ওপর না ঢেলে তা নেভাতে হবে ব্যাট দিয়ে।

আরও পড়ুন: ক্রিকইনফোর বর্ষসেরা পারফরমারদের তালিকায় মুশফিক

Exit mobile version