Site icon Jamuna Television

এক বাড়িতে ১২৪টি সাপের হামলা, মালিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এক বাড়িতে একসাথে ১২৪টি সাপ হানা দিয়েছে। এতে ওই বাড়ির মালিক নিহত হয়েছেন। ইতোমধ্যে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভীতিগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার লোকজন।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি বাড়িতে হানা দেয় ১২৪টি সাপ। গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তাদের আক্রমণে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তিনি ওই বাড়ির মালিক বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘক্ষণ ওই ব্যক্তিকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তার বাড়ির দরজা খুলতেই অবাক হয়ে যান। তারা দেখেন, মেঝেতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ওই বাড়ির মালিক। আর তার চারপাশে ঘিরে ছিল সাপ।

আরও পড়ুন: বিড়ালের প্রতিকৃতি বানিয়ে আলোচনায় জাপানের শিল্পী

পুলিশ জানায়, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১২৪টি সাপ পাওয়া যায়। এর মধ্যে কিছু বিষাক্ত সাপও ছিল। এমনকি একটি অজগরও ছিল। শুধু বাড়ির ভেতরেই নয়, চারপাশে ঘুরে বেড়াচ্ছিল সেগুলো।

/এনএএস

Exit mobile version