Site icon Jamuna Television

বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘণ্টার পথ পাড়ি!

ছবি: সংগৃহীত

মালবাহী বিমানের সামনের চাকায় লুকিয়ে প্রায় ১১ ঘণ্টার পথ পেরিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস পৌঁছেছেন এক ব্যক্তি। রোববার (২৩ জানুয়ারি) আমস্টারডামের শিফোল বিমানবন্দরে অবতরণকারী কার্গোলাক্সের একটি মালবাহী বিমানের সামনে চাকার নিচে থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে মালবাহী ওই বিমানের আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা। এই সময়ের মাঝে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে একবার যাত্রাবিরতি করেছিল বিমানটি।

ডাচ সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ওই ব্যক্তি এখন সুস্থ আছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: তুষার ঝড়ে কুকুর জড়িয়ে ধরে প্রাণে বাঁচল ছোট্ট শিশু

নেদারল্যান্ডস পুলিশের মুখপাত্র জোয়ান্না হেলমন্ডস বলেছেন, এটি অবশ্যই অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এত উচ্চতায় যে কেউ বাঁচতে পারেন, তা একেবারে অস্বাভাবিক এক ঘটনা। ওই ব্যক্তির বয়স এবং জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার স্বাস্থ্য নিয়েই আমাদের প্রথম উদ্বেগ ছিল।

/এনএএস

Exit mobile version