Site icon Jamuna Television

অনশনের ৬ষ্ঠ দিনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রায় সবাই

অনশনের ৬ষ্ঠ দিনে এসে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনশনকারীদের প্রায় সবাই। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার (২৩ জানুয়ারি) রাতে বিচ্ছিন্ন করে দিয়েছেন ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও।

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা!

আন্দোলনে তবু ফল না আসায় ক্ষুব্ধ ও হতাশ শিক্ষার্থীরা। বহিরাগতরা আন্দোলন চালাচ্ছে শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। মৃত্যু হলেও দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

আরও পড়ুন: ‘বেশি সময় সুস্থ রাখা সম্ভব হবে না আন্দোলনকারীদের’

/এনএএস

Exit mobile version