Site icon Jamuna Television

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে চেকপোস্ট বসিয়েছেন শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন চলছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বহিরাগত প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসে ঢোকার মুখে চেকপোস্ট বসিয়েছেন শিক্ষার্থীরা। আইডি কার্ড ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।

এখন পর্যন্ত আট জন শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। আর ২০ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সংহতি জানাচ্ছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

এর আগে, গতকাল সন্ধ্যায় ভিসির বাসভবনের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। শিক্ষার্থীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনে ঢোকার দুটি গেটে। কাউকে বাংলো থেকে বের হতে বা ঢুকতে দিচ্ছে না তারা।

/এডব্লিউ

Exit mobile version