Site icon Jamuna Television

ডিজেলের মূল্যবৃদ্ধি, নাজেহাল কৃষক ছেড়ে দিচ্ছেন চাষাবাদ

ডিজেলের উচ্চ মূল্যের প্রভাবে এবার বোরো চাষাবাদের শুরুতেই চরম অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি বেশি দরে সার কিনতে গিয়ে কৃষকের ভোগান্তি তো আছেই। চাষিরা বলছেন, চলতি মৌসুমে বিঘাপ্রতি এক লাফে উৎপাদন ব্যায় বাড়ছে ৫ হাজার টাকা পর্যন্ত। নাজেহাল অনেক বর্গাচাষি কৃষক চাষাবাদ ছেড়ে দিচ্ছেন।

ভোর থেকে মাঠে চাষিদের ব্যস্ততা। মাঘের শীতে পাল্লা দিয়ে নওগাঁয় চলছে ইরি-বোরো চাষ। সেচ ও হাল দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষক। বীজতলা থেকে চারা সংগ্রহের পর বুনছেন নতুন ফসল।

চলতি মৌসুমে চারা রোপনেই টান পরছে কৃষকের মুলধনে। কারণ ডিজেলের দাম বাড়ায় বিঘাপ্রতি হাল খরচ বেড়েছে ৬০০ টাকা। সুযোগ বুঝে বাড়ানো হচ্ছে সেঁচ চার্জ। খরচ বাড়ায় তৈরি হয়েছে অস্থিরতা। তারওপর ভরা মৌসুমে বাড়তি দরে সার কিনতে হচ্ছে। ফলে নাজেহাল অনেক বর্গাচাষি কৃষকই চাষাবাদ ছেড়ে দিচ্ছেন।

দেশে প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে বোরো চাষ হয়। ফলন ও ভাল দাম পেয়ে এবার ধান চাষে আগ্রহী হয়েছেন কৃষক। কিন্তু মাথায় উঠেছে বাড়তি উৎপাদন খড়চের বোঝা। তবে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক শামসুল ওয়াদুদ বলছেন, কৃষি বিভাগ থেকে কৃষকদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে।

/এডব্লিউ

Exit mobile version