Site icon Jamuna Television

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না করলে ক্ষমতাসীনদের পরিণতি খারাপ হবে: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করলে ক্ষমতাসীনদের পরিণতি খারাপ হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপি নেতারা বলেন, কোকোর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, রাজনৈতিক দমন-পীড়নে মৃত্যু হয়েছে কোকোর। এসময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা।

Exit mobile version