Site icon Jamuna Television

মোটর সাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

হাসান আলী (১৫)।

পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে হাসান আলী (১৫) নামের এক স্কুলছাত্র।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে বাড়ির নির্মাণাধীন ভবনের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান আলী উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র। জানা গেছে হাসানের বাবা আব্দুল আজিজ স্থানীয় একটি মাছের আড়তে কাজ করেন।

প্রতিবেশীরা জানান, হাসান তার পিতার সাথে শরৎনগর বাজারের মৎস্য আড়তে কাজ করত। সম্প্রতি হাসান তার বাবার কাছে থেকে মোটরসাইকেল কিনে চায়। দরিদ্র বাবার পক্ষে তা সম্ভব না হওয়ায় অভিমান করে হাসান। রোববার দিবাগত রাতে হাসান বসতঘরের পাশে নির্মাণাধীন ভবনের জানালায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে তার মা বিল্ডিংয়ের পেছনে তাকে গলায় দড়িসহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক সৌরভ কুমার চন্দ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল না পেয়েই অভিমানে আত্মহত্যা করেছে হাসান।

/এসএইচ

Exit mobile version