Site icon Jamuna Television

নির্বাচন কমিশন গঠনের আইনে কোনো তাড়াহুড়ো করা হয়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

নির্বাচন কমিশন গঠনের আইনে কোনো ধরনের গোপনীয়তা ও তাড়াহুড়ো করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন গঠনে উত্থাপিত বিল নিয়ে সংসদ ভবনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।

আনিসুল হক বলেন, এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে। আইনে কিছু পরিবর্তন থাকবে। গত দুটি নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনা হয়েছে, ইনডেমনিটি দেয়া হয়নি। আওয়ামী লীগ ইনডেমনিটির রাজনীতি করে না।

Exit mobile version