Site icon Jamuna Television

রাজশাহীতে করোনা শনাক্তের হার বেড়েছে প্রায় ৬০ শতাংশ

ফাইল ছবি

রাজশাহীতে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ শতাংশে।

রাজশাহী সিভিল সার্জনের দফতর সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪০৪ জনের।এতে ২৩৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়। মোট করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯১ ভাগ। বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯০৮ জন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন। শেষ ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন আরও ৬ জন। এ পর্যন্ত হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যুবরণ করেছেন ৩ জন। তারা সকলেই রাজশাহী জেলার বাসিন্দা।

রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ জানিয়েছেন, করোনা দ্রুত গতিতে ছড়াচ্ছে। এটি আরও ভয়াবহ আকার লাভ করার আশঙ্কা রয়েছে।

/এসএইচ

Exit mobile version