Site icon Jamuna Television

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ফাইল ছবি

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কারখানায় নোটিশ টানিয়ে  বন্ধ ঘোষণার প্রতিবাদে কারখানার সামনে অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 


সোমবার (২৪ জানুয়ারি) সকালে মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীর বাইপাইল এলাকায় গ্লোবাল মার্চেন্টস লিমিটেড গার্মেন্টস এর সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ওই কারখানায় কয়েকশ শ্রমিক কাজ করেন। বেশ কিছুদিন ধরেই সেখানে বকেয়া বেতনের দাবিতে কারখানায় শ্রমিক অসন্তোষ থাকলেও মালিকপক্ষ গত দুই মাসের বেতন না দিয়ে কারখানার মূল ফটকের সামনে নোটিশ টানিয়ে রাখে।

সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে নোটিশ দেখে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারো সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। 

তবে, জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন জানান, মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা অব্যাহত রয়েছে। 


/এসএইচ

Exit mobile version