Site icon Jamuna Television

তীব্র ঠান্ডায় জমে বরফ উটের চোখের পানিও, ভিডিও ভাইরাল (ভিডিও)

ছবি: সংগৃহীত।

রেকর্ড পরিমাণ তুষারপাত ও ঠান্ডা আবহাওয়ার কবলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির উত্তরাঞ্চলীয় ছয়টি শহর তুষারে ঢেকে গেছে। ঠান্ডার তীব্রতা এতোটাই বেশি যে, সেখানে মরুর উটগুলোর চোখের পানিও জমে বরফে পরিণত হচ্ছে মুহূর্তেই। এনিয়ে একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ ঠান্ডা রেকর্ড করা হয়েছে সৌদি আরবে। কোথাও কোথাও মাইনাস ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে দেশটিতে শীতের তীব্রতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী রিয়াদে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

Exit mobile version