Site icon Jamuna Television

মেহেরপুরের গাংনীতে গাঁজা ও বিস্ফোরকসহ যুবক আটক

জব্দকৃত গাঁজা ও বিস্ফোরক।

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে বিপুল পরিমাণ গাঁজা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার সময় উপজেলার পলাশীপাড়া গ্রামের হুমায়ুন কবিরের বাড়ি থেকে গাঁজা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এসময় হুমায়ুন কবিরের ছেলে হাসানুজ্জামানকে (২০) আটক করেছে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, হুমায়ুন কবিরের বাড়ির সিঁড়ির নিচে গাঁজা ও বিস্ফোরক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগের জনসভায় নির্বিচার গুলিবর্ষণের ৩২ বছর

এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে হুমায়ুন কবির, তার স্ত্রী এবং মেয়ের জামাই রাসেল রানা পালিয়ে গেছে। রাসেল রানার নামে হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

বিস্ফোরক ও গাঁজা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রাজ্জাক।

এসজেড/

Exit mobile version