Site icon Jamuna Television

নিরাপদ সড়কের দাবিতে ৪০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর সিটি গেট থেকে সীতাকুণ্ডের বড়দারোগার হাট পর্যন্ত এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীরা। সকাল দশটা বেলা এগারটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, অদক্ষ চালক ও অবৈধ যানবাহনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কের বেশকিছু পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। অযৌক্তিকভাবে কয়েকটি স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। কর্মসূচি থেকে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

Exit mobile version