Site icon Jamuna Television

হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরা এক কিশোরীর করোনা শনাক্ত

ফাইল ছবি

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরা তনু (১৫) নামের এক কিশোরী করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরা ৩ জন যাত্রী করোনা পজেটিভ শনাক্ত হলেন। এরা সকলেই দেশে ফেরার সময় ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করেছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস জানান, বগুড়ার আদমদীঘি উপজেলা নিবাসী তনু নামের ১৫ বছরের এক কিশোরী ভারতে চিকিৎসা শেষে তার মায়ের সাথে সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত মেডিকেল টিম তাদের স্বাস্থ্য
পরীক্ষা ও করোনার পরীক্ষার জন্য র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে। এ সময় তনু নামের এক যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়।

ডা. শ্যামল কুমার দাস আরও জানান, যেহেতু ওই কিশোরীর মা তার সংস্পর্শে ছিলেন, তাই তার মাকেও আইসোলেশনে রাখা হয়েছে।


/এসএইচ

Exit mobile version