Site icon Jamuna Television

খুলনার সামনে ১৯১ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিল চট্টগ্রাম

ছবি: সংগৃহীত।

বিপিএলের অষ্টম আসরের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্সকে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যমাত্র বেঁধে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন চট্টগ্রামের দুই বিদেশি ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস। সোহরাওয়ার্দী শুভর করা প্রথম ওভারেই আসে ২৩ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলেই উইল জ্যাকসের উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। দলীয় ২৯ রানে প্রথম উইকেটের পর ৫২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ১৪ বলে ২৫ রান করে ফিরে যান লুইস।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৫ রান করেন আফিফ হোসাইন। এরপর সাব্বিরের ৩২, অধিনায়ক মিরাজের ৩০ ও শেষদিকে বেনি হাওয়েলের ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম।

চট্টগ্রাম দলের তিনজনই কাটা পড়েছেন রান আউটে। কুমিল্লার হয়ে ২টি উইকেট নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। ১টি করে উইকেট নিয়েছেন নাভিন উল হক ও ফরহাদ রেজা। তবে উইকেট না পেলেও ভালো বল করেছেন মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন তিনি। আর ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন থিসারা পেরেরা।

জেডআই/

Exit mobile version