Site icon Jamuna Television

নরসিংদীতে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণ, চারদিন পর মামলা নিলো পুলিশ

ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর বেলাবোতে ঘরে ঢুকে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই শিশুকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির থানায় লিখিত অভিযোগ দেয়ার ৪ দিন পরও মামলা গ্রহণ না করার অভিযোগ পরিবারের। তবে তদন্তের পর সোমবার (২৪ জানুয়ারি) এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে বলে দাবি পুলিশের।

এর আগে গত বুধবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বেলাবো উপজেলার দেওয়ানের চর গাংকুলপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মেরাজ মিয়া (২২) পরিবারসহ পলাতক রয়েছে।

নির্যাতনের শিকার শিশুটির পরিবারের সদস্যরা জানান, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় একই গ্রামের বখাটে মেরাজ মিয়া জানালা দিয়ে ঘরে ঢুকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটিকে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়।

আরও পড়ুন: মোটর সাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ঘটনার পর রাতেই পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। অভিযোগ দেয়ার চার দিন পার হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। পরে অসুস্থ হয়ে পড়লে রোববার (২৩ জানুয়ারি) বিকেলে নির্যাতনের শিকার শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। এঘটনার পর থেকে অভিযুক্ত মেরাজ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।

এদিকে, সোমবার দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তদন্তের পর এ ঘটনায় বিকালে মামলা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এসজেড/

Exit mobile version