Site icon Jamuna Television

এবার ভোটের পর জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় নয়: ইলিয়াস কাঞ্চন

সাংবাদিকদের সাথে কথা বলছেন ইলিয়াস কাঞ্চন।

করোনার কারণে এবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের পর আর জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় হবে না বলে মন্তব্য করেছেন ইলিয়াস কাঞ্চন। সোমবার (২৪ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, করোনার কারণে অন্যান্যবারের মতো ভোটের পর আর জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করা হবে না। আমাদের প্যানেলের পক্ষ থেকে অন্তত এমনটি না করার নির্দেশনা জানিয়ে দিয়েছি। অন্যান্যরা কী করবে সেটা তাদের ব্যাপার।

এ সময় নির্বাচনী ইশতেহার ও প্যানেল পরিচিতি নিয়ে অভিনেতা বলেন, আমরা মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ নিয়ে ব্রিফিংয়ের জন্য অনেক সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে করোনার কারণে জমায়েতের বিষয় নিয়ে প্রশাসন তা বাতিল করে দেয়। তাই মঙ্গলবার শুধু শিল্পীদের নিয়ে প্যানেল পরিচিতি সারবো। আর আগামী ২৬ তারিখ আমরা ইশতেহার নিয়ে কথা বলবো মিডিয়ায়।

করোনার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ হবে জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এনিয়ে কথা হয়েছে। তারা কয়েকটি ব্লক তৈরি করবেন, প্রতিটি ব্লকে ১০০ জন করে দাঁড়াবেন, সুশৃঙ্খলভাবে ভোট দেবেন তারা।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আশাবাদী বলেও মন্তব্য করেছেন অভিনেতা। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই আশা প্রকাশ করেছেন। একটা পরিবর্তনের আশা তাদের, আশা করি ভালো কিছু হবে।

এসজেড/

Exit mobile version