Site icon Jamuna Television

প্রকাশ্যে মেয়ের ছবি, যা বললেন বিরুষ্কা

ছবি: সংগৃহীত।

ভিরাট কোহলি ও আনুশকা শর্মা আপ্রাণ চেষ্টা করেছিলেন তাদের কন্যা ভামিকার চেহারা যেন প্রকাশ্যে না আসে। তবে শেষরক্ষা হলো না। কঠোর গোপনীয়তার পরও ভামিকার চেহারা প্রথমবারের মত এলো মিডিয়ার সামনে। যা নিয়ে বিব্রত ভিরাট ও আনুশকা দুজনেই।

রোববার (২৩ জানুয়ারি) ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে ম্যাচে ভিরাটকে অনুপ্ররণা দিতে দেখা যায় স্ত্রী আনুষ্কা ও মেয়ে ভামিকাকে।

জন্মের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভামিকার বিভিন্ন ছবি পোস্ট করলেও মুখ আড়াল করেছিলেন ভিরাট ও আনুশকা। নিরাপত্তাজনিত কারণেই মেয়ের মুখ সকলের সামনে না আনার সিদ্ধান্ত নিয়েছিলেন এই দম্পতি। কিন্তু দাক্ষিণ আফ্রিকার সাথে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভিরাটকে অনুপ্রেরণা দেয়ার সময় ক্যামেরাবন্দি হয় ভামিকার চেহারা। সাথে সাথেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যার প্রতিক্রিয়ায় সোমবার ভিরাট ও আনুশকা নিজেদের ইনস্টাগ্রাম আইডিতে সকলকে অনুরোধ করেন ভামিকার সেই ফুটেজ শেয়ার না করতে।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবের ‌আরও এক রেকর্ড

জেডআই/

Exit mobile version