Site icon Jamuna Television

ব্রাজিলে ছুরি নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড়ের ওপর হামলার চেষ্টা

সাও পাওলো-পালমেইরাস ম্যাচের ৫০ মিনিট চলছিল। ডি-বক্সের ভেতরে ফাউল নিয়ে দুই দলের খেলোয়াড়েরা তর্কে মগ্ন তখন। এমন মুহুর্তে এক দর্শক ছুরি নিয়ে ঢুকে পড়ে মাঠে। ব্রাজিলের ঘরোয়া যুব ফুটবলে এমন ঘটনা ঘটেছে রোববার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে।

ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়া উত্তেজিত দর্শকটি সাও পাওলোর সমর্থক। পালমেইরাসের বিপক্ষে ১-০ গোলে সমর্থিত দল পিছিয়ে থাকায় গ্যালারিতে হইচই করে সাও পাওলোর সমর্থকেরা। আর তাই পালমেইরাসের ফুটবলারদের ওপর চড়াও হতে ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়ে ওই খ্যাপাটে দর্শক। এরপর রেফারি ম্যাচ বন্ধ রাখেন কিছুক্ষণ। সাও পাওলোর ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর তাতে কোনো অঘটনা ঘটেনি।

উত্তেজনাপূর্ণ এ ম্যাচ শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে সাও পাওলো। হামলার চেষ্টা চালানো ওই দর্শককে আটক করেছে পুলিশ।

Exit mobile version