Site icon Jamuna Television

শ্রীলঙ্কার কাছে হেরে টাইগ্রেসদের চূড়ান্ত পর্বের স্বপ্নভঙ্গ

ছবি: সংগৃহীত

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরেছে বাংলাদেশ। ফলে গেমসের চূড়ান্তে পর্বে আর খেলা হলো না টাইগ্রেসদের। শ্রীলঙ্কার করা ৬ উইকেটে ১৩৬ রানের জবাবে ৫ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানার দল।

টানা তিন ম্যাচ জেতা দুই দলের সামনেই হাতছানি ছিল কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলা। টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাটে চড়াও হয় শ্রীলঙ্কা। তার ৪৮ রানের পাশাপাশি নীলাকশির ২৮ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: চট্টগ্রামের পাহাড় টপকাতে পারলো না খুলনা

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শামীমা ব্যর্থ হলেও মুর্শিদা-ফারজানার ব্যাটে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। মুর্শিদা ৩৬ ও ফারজানা ৩৩ রান করে আউট হলে হাল ধরেন নিগার। তার ২০ রানের পরও লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় থেকে ২২ রান দূরেই থামে নিগারের দল।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সাকিবের ‌আরও এক রেকর্ড

Exit mobile version