Site icon Jamuna Television

জয়ের কৃতিত্ব বোলারদের, হারের কারণ ব্যাটিং ব্যর্থতা

ছবি: সংগৃহীত

বরিশালকে হারিয়ে এবারের আসরের প্রথম জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জয়ের কৃতিত্বটা দিতে চান বোলারদেরকে। এদিকে হারের বড় কারণ ব্যাটিং ব্যর্থতা মনে করেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।

মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমার মনে হয় বোলাররা আজ খুবই ভালো করেছে। শুভাগত বেশ ভালো ব্যাটিং করে আমার উপর থেকে অনেকটা চাপ কমিয়েছে। এই ম্যাচ ভুলে আমাদের পরের ম্যাচে জয় নিয়ে করতে হবে।

আরও পড়ুন: প্রথম জয়ের মুখ দেখলো ঢাকা

ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, এর আগেও দিনের প্রথম ম্যাচ লো-স্কোরিং হয়েছে। এই ম্যাচও ব্যতিক্রম নয়। আমাদের ব্যাটাররা ভালো করেছে। আমাদের পরবর্তী ম্যাচটি রাতে। দেখা যাক, সেখানে কী হয়। ঢাকার জয়ের কৃতিত্ব অবশ্যই তাদের দলীয় পারফর্মেন্সকে দিতে হবে।

আরও পড়ুন: সাকিবকে হারিয়ে ওয়ানডের বর্ষসেরা বাবর আজম

Exit mobile version