Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি না মানায় মামলা, জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বারোবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ।

অভিযানের সময় ৭টি মামলায় ৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের পাশাপাশি অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

মো. হাবিবুল্লাহ বলেন, আমাদের সবাইকে সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। অভিযান আর‌ও জোরদার করা হবে এবং অভিযান অব‍্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর লাশ, পুলিশের ৫ সদস্য প্রত্যাহার

জেডআই/

Exit mobile version