Site icon Jamuna Television

রাবিতে মাদক সেবনকালে আটক ৬

ছবি: সংগৃহীত।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক সেবনকালে ৬ জন বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল বডি ও পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে ছয় বহিরাগতকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নগরের ধরমপুরের শাহ জালাল হোসেন, আল ফারিউল ইসলাম, সাফিনুর ইসলাম, সাইফুল ইসলাম, ইখতিয়াজ রিফাত ও আশাফুদ্দৌলা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: পাবনায় নৈশপ্রহরীর সাহসিকতায় ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

জেডআই/

Exit mobile version