Site icon Jamuna Television

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহি, সম্পাদক আবিদ

বাম পাশ থেকে মাহিদুল ইসলাম মাহি ও আবিদ হাসান।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দৈনিক আজকের পত্রিকা ও সংবাদের উপজেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি আবিদ হাসান নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বিএম খোরশেদ দায়িত্ব পালন করেন।

কমিটিতে পদপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে সহসভাপতি পদে জ. ই. আকাশ (দৈনিক সমাচার), যুগ্ম সম্পাদক পদে রাকিবুল ইসলাম (আলোকিত সকাল), কোষাধ্যক্ষ পদে সায়েম খান (দৈনিক আমার সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাকিব আহমেদ (গণ মানুষের আওয়াজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সজিব গুহ মজুমদার (আমার সংবাদ), দফতর সম্পাদক পদে শামিম মোল্লা (লাখোকন্ঠ), কার্যকরী সদস্য পদে সাইফুল ইসলাম (সবুজ নিশান) ও শুভংকর পোদ্দার (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন।

জেডআই/

Exit mobile version