Site icon Jamuna Television

উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ দিয়েছে আন্দোলনকারীরা

উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাবিপ্রবি।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারির কলোনী একই লাইনে থাকায় শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ আবার যুক্ত করেছে আন্দোলনকারীরা। গত রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ১১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গত বুধবার (১৯ জানুয়ারি) বিকেল থেকে আমরণ অনশন কর্মসূচিও পালন করছেন ২৩ শিক্ষার্থী। পরবর্তীতে তাদের সাথে অনশনে যুক্ত হয় আরও ৫ জন।

এছাড়াও মানবপ্রাচীর তৈরি করে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে উপাচার্যের বাসভবনে পুলিশ ও সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না আন্দোলনকারীরা। উপাচার্যের জন্য খাবার নিয়ে শিক্ষকরা তার বাসভবনে ঢুকতে চাইলে তাদের বাধা দেন। এ সময় শিক্ষার্থীরা ফটকের সামনে শুয়ে পড়ে শিক্ষকদের পথ রোধ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। তাছাড়া এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে আন্দোলনকারীরা

Exit mobile version