Site icon Jamuna Television

রুশ আগ্রাসন ঠেকাতে সেনাদের সতর্ক থাকার নির্দেশ পেন্টাগনের

ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে প্রায় সাড়ে ৮ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। সোমবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমের সামনে এই তথ্য জানান পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

পেন্টাগন মুখপাত্র বলেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আক্রামণের জন্য যুক্তরাষ্ট্রের সবশেষ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এছাড়া ন্যাটোর রেসপন্স ফোর্সকে আরও শক্তিশালী করা এবং যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনাদের।

তবে মার্কিন সেনা মোতায়েন করা হবেই এমনটা নিশ্চিত করেননি তিনি। কিরবি জানান, যুক্তরাষ্ট্র শুধু মিত্রদের নিশ্চিত করতে চায়, যে কোনো প্রয়োজনে সবসময় প্রস্তুত আছে মার্কিন বাহিনী।

এদিকে ইউক্রেন সীমান্তে চার হাজার মাইলেরও বেশি এলাকা জুড়ে ১ লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার বলে শঙ্কা রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version