Site icon Jamuna Television

কুড়িগ্রামের ৮ ইউনিয়নে ভোট হবে ইভিএমে

ভোটের মাঠে প্রার্থীদের বিরামহীন ছুটে চলা। প্রার্থী আর কর্মী-সমর্থকদের গণসংযোগে সরগরম নির্বাচনী এলাকা। ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ। কুড়িগ্রামের ৮ ইউনিয়ন পরিষদে ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রথমবারের মতো ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএমে।

নতুন পদ্ধতিতে ভোট দেয়া নিয়ে চরাঞ্চলের ভোটারদের মধ্যে আগ্রহ থাকলেও ভোটটি সঠিকভাবে দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহও কাজ করছে। আর প্রার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রার্থীদের কেউ কেউ প্রতিন্দ্বন্দ্বীর বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ও ভূরুঙ্গামারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন, দুজনেই জানালেন, ইভিএম নিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের অনিশ্চয়তা দূর করতে বদ্ধপরিকর তারা। ভোটারদের ইভিএমের সাথে পরিচিত করাতে মক ভোটিংয়ের আয়োজন করা হবে বলেও জানালেন তারা।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও চিলমারীর ৮ ইউনিয়নে ভোটার দেড় লাখেরও বেশি। আগামী ৩১ জানুয়ারি ভোট নেয়া হবে এসব ইউনিয়নে।

/এডব্লিউ

Exit mobile version