Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় নাইটক্লাবে সংঘর্ষ, নিহত ১৯

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার একটি নাইটক্লাবে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৯ জন। ওয়েস্ট পাপুয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর সিনহুয়ার।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের পুলিশের মুখপাত্র এবং সিনিয়র কমিশনার অ্যাডাম এরউইন্ডি জাতিগত সংঘাতে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার স্থানীয় মেট্রো টিভিকে তিনি বলেন, ওয়েস্ট পাপুয়ার সোরং শহরের একটি নাইট ক্লাবে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

একপর্যায়ে নাইটক্লাবটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে সেখান থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version