Site icon Jamuna Television

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৭ মেডিকেল শিক্ষার্থী নিহত

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ মেডিকেল শিক্ষার্থী। যে তালিকায় রয়েছেন বিজেপির বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র।

সোমবার (২৪ জানুয়ারি) রাত দেড়টা নাগাদ এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। রাজ্যটির সেলসুরা এলাকায় ব্রিজ ভেঙ্গে নীচে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। প্রাণে বাঁচেন শুধু চালক।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। স্থানীয় পুলিশের সহযোগিতায় নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ওয়ারদা এলাকায় অবস্থিত সাভাঙ্গি মেডিকেল কলেজের শিক্ষার্থী। নিহতদের পাঁচজন ফাইনাল ইয়ারের ছাত্র হলেও, বিজেপি নেতার পুত্র অভিষ্কর ছিলেন প্রথমবর্ষের শিক্ষার্থী।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version