Site icon Jamuna Television

জাভির সাথে মেসির সাক্ষাৎ, বার্সায় ফেরার গুঞ্জন

জাভির জন্মদিনের ডিনারে এসেছিলেন মেসি।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসের সাথে গোপনে দেখা করেছেন লিওনেল মেসি। আর তাতেই আবারও গুঞ্জন উঠেছে মেসির ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তনের।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বার্সেলোনার সাবেক ফুটবলার ও বর্তমান কোচ জাভির ৪২তম জন্মদিন। সে উপলক্ষেই সোমবার প্যারিস থেকে বার্সেলোনা এসেছিলেন ক্লাবে জাভির সবচেয়ে স্বর্ণালী সময়ের সতীর্থ লিওনেল মেসি। সাবেক সতীর্থের জন্মদিন উপলক্ষ্যে তার সাথে দেখা করেছেন এ আর্জেন্টাইন। কাতালুনিয়ার একটি জাপানি রেস্তোরায় জাভি, মেসি ছাড়াও জর্দি আলবা ও সার্জিও বুসকেটস এক সাথে ডিনারও করেন।

আপাতদৃষ্টিতে খুবই স্বাভাবিক ঘটনা মনে হলেও, এই সাক্ষাতে মেসির বার্সায় প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখছেন বার্সাভক্তরা।

/এসএইচ

Exit mobile version