Site icon Jamuna Television

নারীর জিহ্বায় লাগানো হলো উরুর পেশি! তারপর ঘটলো আশ্চর্য ঘটনা

ছবি: সংগৃহীত

ক্যান্সার আক্রান্ত এক নারীর জিহ্বার একাংশে প্রতিস্থাপন করা হয় তার উরুর পেশি। তারপর আশ্চর্য এক ঘটনা ঘটলো। এক সময় দেখা যায় তার জিহ্বার ওই অংশ থেকে নতুন করে চুল গজাচ্ছে। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়, আমেরিকার এক নারীর জিহ্বায় সাদা রঙের ছোপ দেখা গিয়েছিল বছর খানেক আগে। সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, তার জিহ্বার ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে। চিকিৎসার অঙ্গ হিসাবে জিহ্বার একাংশে প্রতিস্থাপন করা হয় উরুর পেশি দিয়ে। সেই প্রতিস্থাপনের পর তার জিহ্বা যে পরিবর্তন এসেছে, তা নিয়েই চলছে আলোচনা।

আমেরিকার কলোরাডোর বাসিন্দা ক্যামেরন নিউসম। এক সন্তানের জননী কয়েক বছর ধরেই জিহ্বার সমস্যায় ভুগছিলেন। কিন্তু দু’বার বায়োপ্সি করিয়েও ধরা পড়েনি ক্যান্সার। চিকিৎসকেরা ভেবেছিলেন, সাধারণ কোনো সংক্রমণ হয়েছে। সেজন্য তাকে দেয়া হয়েছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু সম্প্রতি খেতে বা কথা বলতেও সমস্যা হচ্ছিল ক্যামেরনের। তারপর নাক-কান-গলার এক বিশেষজ্ঞ চিকিৎসক ক্যামেরনের জিহ্বায় ক্যান্সার শনাক্ত করেন।

এরপর ওই নারীর ক্যান্সারের চিকিৎসা শুরু হয়। কেমোথেরাপি সফলভাবে শেষ করার পর চিকিৎসকরা তার জিহ্বা একাংশ থেকে টিউমার সরানোর সিদ্ধান্ত নেন। সেই মতো জটিল অস্ত্রোপচার করা হয়। তারই অঙ্গ হিসেবে, ওই নারীর জিহ্বার একাংশে প্রতিস্থাপন করা হয়েছিল উরুর পেশি দিয়ে। নতুন জিহ্বা ধীরে ধীরে শরীরের সঙ্গে মানিয়েও নিয়েছে। ওই নারী আবার কথা বলতে পারছেন। খাওয়া-দাওয়া করতেও অসুবিধা হচ্ছে না তার। কিন্তু তা সত্ত্বেও ওই নারীর জিহ্বায় এমন এক পরিবর্তন সম্প্রতি দেখা গিয়েছে, যা নিয়ে নতুন চিন্তায় পড়েছেন তিনি।

ক্যামেরন লক্ষ্য করেছেন তার জিহ্বার যে অংশ উরুর পেশি দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল, সেই জায়গা খসখসে হয়ে গিয়েছে। তার জিহ্বার ওই অংশে লোম গজাতে শুরু করেছে।

ইউএইচ/

Exit mobile version