Site icon Jamuna Television

পাওনা টাকার দাবিতে আদিয়ান মার্টের অফিস ও মালিকের বাড়িতে তালা দিলেন গ্রাহকরা

পাওনা টাকার দাবিতে মালিকের বাড়ি ও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

পাওনা টাকার দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের কার্যালয় ও মালিকের বাড়িতে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ বাজারের ওই প্রতিষ্ঠানটির কার্যালয় ও মালিকের বাড়িতে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এসময় আদিয়ান মার্ট কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ গ্রাহক। 


জানা গেছে, লোভনীয় অফারে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট। এরপর অর্থ আত্মসাত অভিযোগে এক গ্রাহকের করা মামলায় প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিক, তার বাবা আবু বকর সিদ্দিক, ভাই মাহমুদ সিদ্দিক ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব। সম্প্রতি সিইও ছাড়া সকল আসামিই জামিন পেয়েছে।

এদিকে, জামিনের পরও পাওনা টাকা না পেয়ে আন্দোলন শুরু করেন গ্রাহকরা। বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, হাজতবাসের পর থেকে আদিয়ান মার্ট পাওনা টাকা ফেরত দিতে নতুন করে টালবাহানা শুরু করেছে। কোম্পানির লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাই তাদের বাড়িতে ও অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে। 


/এসএইচ

Exit mobile version