Site icon Jamuna Television

পাবনায় শিশু রহিম হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

শিশু রহিম হত্যা মামলায় আসামি রাসেল।

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে শিশু রহিম হত্যা মামলায় আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় জগলু শাহর শিশু পুত্র রহিম (৭) কে মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল। সেখানে রাসেল শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে।

এ ঘটনায় নিহত রহিমের পিতা জগলু শাহ বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আসামি রাসেলকে গ্রেফতার করা হলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এগারো হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেন।

/এসএইচ

Exit mobile version