Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি করোনা রোগীদের ৮৫ ভাগই টিকা নেননি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

হাসপাতালে ভর্তি করোনা রোগীদের ৮৫ ভাগই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ওমিক্রন মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মারা যাওয়াদের বেশীরভাগেরও টিকা নেয়া ছিল না। সরকারি হাসপাতালের ২৫% বেডে রোগী ভর্তি। বেডের চাহিদা বাড়বে। তাই প্রস্তুত হওয়ার নির্দেশ বেসরকারি হাসপাতালগুলোকে। পরিবহন, শিল্প, দোকানপাট, নির্মাণ শ্রমিকদের বেশিরভাগ ভ্যাকসিনের আওতায় নেই। করোনা যখন নিয়ন্ত্রণে তখন সাধারণ মানুষ বেপরোয়াভাবে চলাচল করেছে স্বাস্থ্যবিধি মানেনি। এখনো মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। বাণিজ্য মেলায়ও কোনো বিধি মানা হচ্ছে না। এ কারণেই করোনা সংক্রমণ বাড়ছে। প্রভাব মৃদু হলেও ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা ৩-৪ গুণ বলে জানান জাহিদ মালেক।

Exit mobile version