Site icon Jamuna Television

বগুড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ

বগুড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে অবস্থান কর্মসূচি পালন করছিলো ছাত্রদল। এসময় উদ্যানের গেটে অবস্থান করা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে দেখে সরকারবিরোধী স্লোগান দেয় তারা। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে ছাত্রদল। এসময় সাতমাথা এলাকার দিকে চলে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পর লাঠিসোটা নিয়ে ছাত্রদল কর্মীদের ধাওয়া করে তারা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বাধা অতিক্রম করে বিএনপি অফিসে ভাঙচুর চালায় তারা।

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

Exit mobile version