দেশে করোনা শনাক্ত ছাড়ালো ১৭ লাখ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন। এদিন মারা গেছেন ১৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ২৫৬ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ হাজার ৪৯২টি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। গতকাল সোমবার করোনা শনাক্ত হয়েছিল ১৪ হাজার ৮২৮ জন, আর মারা গিয়েছিলেন ১৫ জন। এদিন শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ।
এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
ইউএইচ/

