
সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
বালু মহালের আধিপত্য বিস্তারের বিবাদের জেরে নাটোরের লালপুরে আবু সাঈদ টুটুল নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার গৌরীপুরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ২টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, লালপুরে পদ্মা নদীর গৌরীপুর-লক্ষিপুর চর এলাকায় প্রভাব খাটিয়ে জমি কেটে বালু উত্তোলন করে পান্না বাহিনীর সদস্যরা। এর প্রতিবাদ করেন ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ টুটুল। এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিশোধ নিতে সোমবার রাত ৩টার দিকে পান্না বাহিনীর প্রধান কাঁকন হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গৌরীপুর এলাকায় টুটুলের বাড়িতে চড়াও হয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। গুলির আঘাতে জানালার কাঁচ ভেঙে টুটুলের বড় ভাবী শারমিন আহম্মেদ দোলার কপালে লাগলে তিনি আহত হন। গুলির শব্দে আতঙ্কিত টুটুলের পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তিনি আরও জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে পুলিশের সব কয়টি টিম মাঠে কাজ করছে।
জেডআই/
 
				
				
				
 
				
				
			


Leave a reply