Site icon Jamuna Television

মায়ের মোবাইল ফোনে খেলতে খেলতে দেড় লাখ টাকার ফার্নিচার কিনলো শিশু!

ছবি: সংগৃহীত

মোবাইল ফোন নিয়ে খেলছিল ২২ মাসের এক শিশু। এরপরই প্রায় দেড় লাখ টাকার ফার্নিচার কিনে ফেলে ওই শিশু। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। খবর নিউজ এইটিনের।

প্রতিবেদনে বলা হয়, মায়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল আয়াংশ কুমার নামের ওই শিশু। এরপর ওয়ালমার্ট থেকে ১ হাজার ৭০০ ডলার বা প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা দিয়ে ফার্নিচার কিনে ফেলে আয়াংশ।

ডায়াপার পরা আয়াংশ নিজের মায়ের ফোন থেকে দুর্ঘটনাবশত একটি দামি আসবাবপত্র অনলাইনে অর্ডার করে ফেলে। পরে কোনো সময় ওয়ালমার্ট নামের অনলাইন শপিং কার্ট দেখতে গিয়ে আয়াংশের মা দেখতে পান অনেক আসবাবই রয়েছে সেখানে। কিন্তু তিনি খেয়াল করেননি একটির অর্ডারও হয়ে গিয়েছে।

আয়াংশের বাবা প্রমোজ কুমার বলেছেন, এটা অবিশ্বাস্য হলেও সত্যি। নিজেদের নতুন বাড়ির জন্য মাঝে মাঝেই ওয়ালমার্টের সাইট খুলে আসবাব দেখতেন মধু ও প্রমোদ। সেখান থেকেই কোনোভাবে আয়াংশের হাত লেগে দামি আসবাব অর্ডার হয়ে যায়।

স্থানীয় টিভি স্টেশন নিউজ১২ জানিয়েছে, কিছুদিন আগেই নতুন বাসায় উঠেছে এই পরিবার। শিশুটির মা মধু অনলাইনে কেনাকাটা করতে অনেকটা সময় পার করেছেন। তার মোবাইল ফোনে তার পেমেন্টের সব তথ্যই জমা ছিল। কিছু জিনিস পছন্দ করে কার্টে রাখেন তিনি। কিন্তু সেগুলোই তিনি কিনবেন কিনা তা চূড়ান্ত করেননি মধু। তবে এর আগেই তার ছেলে সব কিছু কিনে ফেলে। চোখের পলকেই এক হাজার ৭০০ ডলার খরচ করে ফেলে সে।

প্রমোদ আরও বলেন, আমরা আয়াংশের হাতে মোবাইল ফোন দেখি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমরা অর্ডার বাতিল করতে চেয়েও ব্যর্থ হই। আয়াংশের করা অর্ডার এখনও এই দম্পতির বাসায় আসছে।

এদিকে ভুল থেকে শিক্ষা নিয়ে মোবাইল ফোন থেকে ক্রেডিট কার্ডের সব তথ্য ও পাসওয়ার্ড মুছে দিয়েছেন এই দম্পতি। অন্যদিকে ওয়ালমার্ট এই দম্পতির ফেরত দেয়া কিছু আইটেমের অর্থ পরিশোধে রাজি হয়েছে। তাই অল্পের ওপর দিয়েই এ যাত্রায় বাঁচলেন তারা।

ইউএইচ/

Exit mobile version