Site icon Jamuna Television

বিমান হামলার ৪ দিন পর ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক ইয়েমেনে

ছবি: সংগৃহীত।

ভয়াবহ বিমান হামলার ৪ দিন পর ইন্টারনেট সেবা আবারও সচল করা হয়েছে ইয়েমেনে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লক বলছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) দেশটিতে ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি রাজধানী শহর সানা ও বন্দর নগরী হোদেইদায় সোমবার মধ্যরাত থেকেই ফিরে আসে ইন্টারনেট। খবর এনডিটিভি।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শেষ রাতে হোদেইদার বিভিন্ন টেলি যোগাযোগ সংক্রান্ত অবকাঠামোকে লক্ষ্য করে বিমান হামরা চালায় সৌদি জোট। এ হামলায় তিন শিশুর মৃত্যু ঘটে। সেই সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশ।

এর আগে, সোমবার (২৪ জানুয়ারি) সানায় আরও দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহাল করতে এই ধরনের হামলা চালিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত।

এসজেড/

Exit mobile version