Site icon Jamuna Television

ইন্ডিয়া মহারাজাসকে হারালো রফিকের এশিয়া

ছবি: সংগৃহীত

ওমানে অনুষ্ঠিত লেজেন্ড লিগ ক্রিকেটে ইন্ডিয়া মহারাজাস’কে ৩৬ রানে হারিয়েছে মোহাম্মদ রফিকের এশিয়া লায়ন্স। ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৭ রানে থামে মহারাজাসের ইনিংস।

প্রথমে ব্যাট করতে নেমে আসগর আফগান ও উপুল থারাঙ্গার ঝড়ে বড় সংগ্রহ পায় এশিয়া লায়ন্স। ২৮ বলে ৭টি ছয় ও ৪টি চারের সাহায্যে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন আসগার। আর উপুল থারাঙ্গার ব্যাট থেকে আসে ৭২ রান।

আরও পড়ুন: পুত্রের সঙ্গে জুটি বেধে খেললেন নবী (ভিডিও)

জবাবে ব্যাট করতে নেমে সমান তালে লড়তে থাকে ইন্ডিয়া মহারাজাস। তবে এশিয়া লায়ন্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় তুলে নিতে ব্যর্থ হয় দলটি। মানপ্রিত গনি খেলেন হার না মানা ৩৫ রানের একটি ইনিংস। লায়ন্সের হয়ে ৩২ রান খরচায় ২ উইকেট তুলে নেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক।

আরও পড়ুন: ১৩ মাস পর ফিরেও বোলিংয়ে উজ্জ্বল মাশরাফী

Exit mobile version