Site icon Jamuna Television

বাংলাদেশে স্বর্ণ ব্যাংক তৈরি হওয়া উচিত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

বাংলাদেশে স্বর্ণ ব্যাংক তৈরি হওয়া উচিত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামীতে স্বর্ণখাত বাংলাদেশের রফতানি শিল্পে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন টিপু মুনশি।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, স্বর্ণব্যবসায়ীদের যেসব সমস্যা আছে তা সমাধানে সরকার কাজ করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সকল সূচকে এগিয়ে আছে।

Exit mobile version