Site icon Jamuna Television

জয়ের সুবাস পাচ্ছে কুমিল্লা

ডু প্লেসিসকে আউট করে সাকিবের উদযাপন। ছবি: সংগৃহীত

বিপিএলে আজকের (২৫ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করছে বরিশাল। নাহিদুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পাচ্ছে কুমিল্লা। শেষ খবর পর্যন্ত ফরচুন বরিশালের সংগ্রহ ছিল ১৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮২ রান। জয়ের জন্য বরিশালের এখনও দরকার ২৪ বলে ৭৭ রান।

মিরপুরে, টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় কুমিল্লা। দুই ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান জয় ৩৩ রানের জুটি গড়েন। তবে এরপর ১১ বলে মাত্র ৬ রান করা ফাফ ডু-প্লেসিসকে ফেরান সাকিব আল হাসান। তবে মাহমুদুল জয়ের ৪৮ ও করিম জানাতের ২৯ রানের দুটি কার্যকর ইনিংসে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালের পক্ষে ডোয়াইন ব্রাভো নেন ৩ উইকেট।

আরও পড়ুন: ১৩ মাস পর ফিরেও বোলিংয়ে উজ্জ্বল মাশরাফী

জবাবে ব্যাট করতে নেমে অফস্পিনার নাহিদুলের জোড়া আঘাতে সৈকত আলী ও সাকিব আল হাসান ফিরলে শুরুতেই ধাক্কা খায় বরিশালের ইনিংস। নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রাখলেও গেইল-ব্রাভোরা দ্রুত ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বরিশাল। নাহিদুল ৪ ওভারে মাত্র ৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুন: নাজমুল ঘূর্ণিতে ফের হারের মুখ দেখলো ঢাকা

Exit mobile version